বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

‘সরকারের ভুল সিদ্ধান্তে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের ভুল সিদ্ধান্তের কারণেই দেশে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাজধানীর গুলশানের অবস্থিতি দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই সরকার জনগণের সুরক্ষার বিষয়ে উদাসীনতা দেখিয়েছে। যেখানে এই সংকটময় পরিস্থিতিতে স্বাস্থ্যখাতকে প্রাধান্য দেওয়া দরকার, সেখানে উল্টো অবহেলা করেছে। সরকারের এমন ভুল সিদ্ধান্ত আর উদাসীনতার কারণেই দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এবং সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। যা ভবিষ্যতে আরো ভয়াবহ রূপ নেবে।

তিনি বলেন, করোনা ভাইরাসের বিস্তার মোকাবেলায় সরকার একদিকে সকলকে সামাজিক দূরত্ব নিশ্চিতের কথা বলছে, অন্যদিকে সীমিত আকারে শপিংমমল ও দোকান-পাট খোলা ও যানবাহন চালু রাখার অনুমতি দিয়েছে। সরকারের একই সময়ে এমন দুই সিদ্ধান্ত একটি অপরটির সঙ্গে সাংঘর্ষিক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ