বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

‘এ শূন্যতা শুধু হিন্দুস্তানের নয় বরং গোটা বিশ্বের ইলমি জগতের’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রখ্যাত মুহাদ্দিস, মাদারে ইলমি দারুল উলূম দেওবন্দের শায়খুল হাদিস মুফতি সাঈদ আহমদ পালনপুরীর ইন্তিকালে গোটা বিশ্বের আলেম সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিদগ্ধ এ আলেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামিয়া মাদানিয়া দারুল উলুম যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির, গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদের খতিব মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বের অন্যতম শীর্ষ আলেমে দীন, প্রখ্যাত শাইখুল হাদিস, উলুমে হাদিসের নন্দিত পুরোধা ছিলেন মুফতি সাঈদ আহমদ পালনপুরী। তিনি উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দে সদরুল মুদাররিসীন হিসেবে অধিষ্ঠিত ছিলেন। এ কারণে শুধু হিন্দুস্তান নয়, বরং সারা জগতের ইলমি অঙ্গনে এক বিশাল শূন্যতা তৈরি হলো এই বিশ্ববরেণ্য আকাবিরের ইন্তেকালে।

তিনি আরও বলেন, মুফতি সাঈদ আহমদ পালনপুরীর ফিকহি মতামতের গুরুত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত৷ তাকে বলা হত উস্তাযুল আসাতিযা, উস্তাযদের উস্তায। পৃথিবীজুড়ে হাজার হাজার আলেম তার ছাত্র কিংবা তার ছাত্রের ছাত্র। মদীনায় তিনি চার মাযহাবের ছাত্রদেরকে একসাথে হাদিসের দরস দিতেন। তার এই শূন্যতা পূরণ হবার নয়।

মুত্তাকি ও মুখলিস এই আলেম মনীষীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়, স্বজন, তার ছাত্র এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ