সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

জামালপুরে কাবা শরীফ অবমাননাকারী যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরের দেওয়ানগঞ্জে কাবা শরীফ অবমাননাকারী সুমন দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সদর ইউনিয়নের জামিরাকান্দা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকালই সুমন দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার গ্রেপ্তার ওই যুবককে জামালপুর আদালতে পাঠানো হচ্ছে বলেও জানান দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এর আগে কাবা ঘরের ছবিতে পা উঁচিয়ে ছবি তুলে সেই ছবি ফেসবুকে পোস্ট করেন সুমন দাস। আল্লাহকে অকথ্য ভাষায় গালি দেয়। এই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে মুসলিম সম্প্রদায়ের মাঝে বিশেষ করে আলেম উলামা এবং বিভিন্ন মাদরাসার ছাত্ররা ক্ষোভে ফেটে পড়ে।

পরে এ বিষয়ে রোববার স্থানীয়ভাবে বিক্ষোভ এবং প্রতিবাদ অনুষ্ঠিত হয়। ওই সময় ক্ষুব্ধরা সুমন দাসকে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে দুই ঘণ্টা সময় বেঁধে দেয় এবং তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়। এরই পরিপ্রেক্ষিতে ফুটানি বাজার থেকে সুমন দাসকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রাকিবুল হাসান রাসেল, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলামের উপস্থিতিতে প্রশাসনের অনুরোধে বিক্ষুব্ধরা সবাই ঘরে ফিরে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ