সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

ফরিদপুরে নতুন আরো একজনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সুমন শেখ (১৮) নামে আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পুতন্তীপাড়া গ্রামের করোনায় আক্রান্ত মাদ্রাসা ছাত্রের আপন ছোট ভাই। এ নিয়ে উপজেলায় তিনজন রোগী করোনায় শনাক্ত হলো।

শনিবার বিকেল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সুমন শেখের আপন বড় ভাই মাদ্রাসা ছাত্র রোমান শেখ গত বৃহস্পতিবার করোনায় শনাক্ত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সুমন শেখ পরিবারের সাথে গত ২২ এপ্রিল ঢাকার কামরাঙ্গি চর এলাকা থেকে বাড়িতে আসে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম পরিবারের সাত সদস্যের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর-এ প্রেরণ করে।

গত ৩০ এপ্রিল তার বড় ভাই রোমান শেখের করোনা পজেটিভ ধরা পড়ে।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকতা ডা. খালেদুর রহমান বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সুমনের বড় ভাইয়ের কভিড-১৯ পজেটিভ হওয়ার বিষয়টি জানার পর রাতেই উপজেলা প্রশাসনসহ আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশেপাশের তিনটি বাড়ি লকডাউন করি। আক্রান্ত রোগির অবস্থা ভালো থাকায় তাদের দুই ভাইকে বাড়িতেই আলাদা ঘরে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য বোয়ালমারী উপজেলায় প্রথম করোনা রোগী ৩০ এপিল বৃহস্পতিবার সকালে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

ফরিদপুর স্বাস্থ্য বিভাগ জানায় মোট ১৪জন রোগি করোনায় আক্রান্ত হয়েছেন জেলায়। এদের মধ্যে একজন ঢাকায়, তিনজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে রয়েছেন। বাকিরা বাড়িতে আইসোলেশনে রয়েছে।

গত শুক্রবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে থাকা তিনজন করোনা রোগি সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যাওয়ায় ফরিদপুরে এখন ১১ জন রোগী করোনা শনাক্ত অবস্থায় রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ