সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

নারায়ণগঞ্জে ১৭ র‌্যাব সদস্যের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৩৯ সদস্য আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে উপপরিচালক, সিনিয়র সহকারী পরিচালক ও দুই সহকারী পরিচালক রয়েছেন। বাকিরা সাধারণ সৈনিক। এদের মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান। র‌্যাবের এ কর্মকর্তা বলেন, বর্তমানে তাদের ৩৯ জন সদস্য আইসোলেশনে আছেন। এর মধ্যে ১৭ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‌্যাব সদস্যদের মধ্যে কারো উপসর্গ দেখা দিলেই তাদের হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে রাখা হচ্ছে বলেও জানান তিনি।

তবে অপর একটি সূত্র বলছে, নারায়ণগঞ্জে র‌্যাবের ৩৯ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, সহকর্মীদের করোনা শনাক্ত হওয়ায় তিনি নিজেও নমুনা পরীক্ষা করিয়েছেন। তবে তার রেজাল্ট নেগেটিভ এসেছে।

অন্যদিকে, র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, যাদের আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে তাদের কোনো উপসর্গ ছিল না। বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে কেউ আক্রান্ত হয়ে থাকলে তা থেকে যেন অন্যরা সংক্রমিত না হন- সেজন্যই নমুনা পরীক্ষা করা হয়। এর পরই ১৭ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়।

তিনি আরো জানান, এ পর্যন্ত র‌্যাব-১১ এর ২১১ জনের নমুনা পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৯০ জনের রিপোর্ট এসেছে এবং তাদের মধ্যেই ওই ১৭ আক্রান্ত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ