আওয়ার ইসলাম: করোনাভাইরাসের (কভিড-১৯) হানায় রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। দেশটিতে মঙ্গলবার একদিনে মৃত্যু হয়েছে ৭৪৩ জনের। এনিয়ে করোনায় ইতালিতে মৃতের সংখ্যা ৬ হাজার ৮২০ জনে দাঁড়িয়েছে।
ইতালির নাগরিক সুরক্ষা সংস্থার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে আলজাজিরা।
করোনায় ইতালিতে সোমবার মারা যায় ৬০২ জন। রবিবার মারা যায় ৬৫০ জন। একদিনে সর্বাধিক ৭৯৩ জনের মৃত্যু হয় শনিবার।
ইতালিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৭৬ জনে। আক্রান্তের এই সংখ্যা সোমবারের চেয়ে ৮.২ শতাংশ বেশি।
আরএম/