মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


সৌদি আরবে ধর্ষণ ও যৌন হয়রানি রোধে স্কুল স্কুলে সচেতনতামূলক প্রচার শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

সৌদি আরবের সন্ত্রাসবিরোধী জাতীয় সপ্তাহ উপলক্ষ্যে দেশজুড়ে স্কুলগুলিতে যৌন হয়নানি ও ধর্ষণ ঠেকাতে জাতীয় সচেতনতামূলক প্রচার শুরু করা হয়েছে।

আরবিয়া ডটকম জানিয়েছে, ‘হয়রানির বিরুদ্ধে আমরা সোচ্চার’ এ স্লোগানকে সামনে রেখে সৌদি আরবের স্কুলগুলিতে ধর্ষণকারীদের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা চলছে।

মনোবিজ্ঞানীদের মতে, ধর্ষণ ও হুমকির ঘটনাও হয়রানির একটি প্রকার, যার মাধ্যমে একজন অপরজনকে হয়রানির শিকার বানায়। যৌন হয়রানি থেকে কখনও কখনও পরিস্থিতি গুরুতর হতে পারে। মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই সচেতনতা জরুরি। কারণ একটি দুর্ঘটনাই সারা জীবনের কান্না হতে পারে। পরিণতি মারাত্মক হতে পারে, তাই সন্তানদের সঙ্গে সঙ্গে অভিভাবকদেরও সচেতন থাকা খুব প্রয়োজন। আর সেজন্যই সৌদি সরকার এ পদক্ষেপ গ্রহণ করেছেন।

সূত্রমতে আরো জানা যায়, শিক্ষা মন্ত্রণালয় স্কুলগুলিতে শিক্ষার্থীদের যৌন হয়রানিসহ নানান অপকর্ম রোধে সচেতন করার মিশন চালু করেছে। শিক্ষমন্ত্রণালয় আরো জানায়. এ ধরণের উদ্যোগ গ্রহণ করার কারণ হলো, শিক্ষার্থীদেরকে যৌন হয়রানি ও ধর্ষণ থেকে বাঁচানো যায়।

আল-আরাবিয়া থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ