আওয়ার ইসলাম: সৌদিতে বসবাসরত বাংলাদেশি পাসপোর্টধারী প্রায় ৪২ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে আনতে চাপ দিচ্ছে দেশটির সরকার।
সূত্রমতে জানা যায়, সম্প্রতি এ নিয়ে বাংলাদেশকে বেশ কয়েকবার চিঠি দিয়েছে সৌদি আরব। জানুয়ারিতে আবুধাবিতে বাংলাদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনেও বিষয়টি উঠেছিল।
দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো দুই দেশের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সেখানে উল্লেখ করে, আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দুই দেশের যৌথ কমিশনের বৈঠকে সৌদি আরব বিষয়টি ফের তুলতে পারে।
সৌদির ভাষ্য, ২০১২ থেকে ২০১৪ সালের পর বিভিন্ন সময় বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে এসব রোহিঙ্গারা সে দেশে পাড়ি জমিয়েছে। অনেকেই আবার সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে পাসপোর্ট নিয়েছেন কিংবা নবায়ন করেছেন।
যৌথ কমিশনের বৈঠকের বিষয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেন, বৈঠকে বাংলাদেশের কর্মী পাঠানো, ব্যবসা ও বিনিয়োগ বাড়ানো, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তবে তাদের প্রধান আলোচ্য বিষয় থাকবে সৌদিতে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়টি।
তিনি বলেন, যাদের কথা বলা হচ্ছে তারা অবৈধ হয়ে পড়া বাংলাদেশি নাকি বাংলাদেশি পাসপোর্টধারী রোহিঙ্গা সে বিষয়ে সৌদি আরব এখনো বিস্তারিতভাবে কিছু জানায়নি। তবে তারা বারবার দেশটিতে থাকা অবৈধদের ফিরিয়ে আনতে তাগিদ দিচ্ছে।
গত ১৩ জানুয়ারি আবুধাবিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্মেলনে উপস্থিত একাধিক কূটনীতিক নিশ্চিত করেছন, সেখানে রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরানোর বিষয়টিকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তুলে ধরেন গোলাম মসিহ।
-এটি