মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


অজানা কারণেই গণহারে আত্মহত্যা করছে মার্কিন সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

অজানা কারণেই গণহারে আত্মহত্যা করছে মার্কিন সেনারা। গত এক বছরে মার্কিন বিমান বাহিনীর আত্মহত্যার ঘটনা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষকে বিরক্ত করেছে। প্রাথমিক অপ্রকাশিত তথ্য মতে, মার্কিন বিমান বাহিনীতে আত্মহত্যার সংখ্যা গত বছরে তিনদশকের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে, অন্য সামরিক সেবা ও খাতে আত্মহত্যার হার বাড়ছে দিন দিন।

সেনাদের আত্মহত্যার হার বৃদ্ধির কারণগুলি পুরোপুরি বোঝা যায়নি। গত কয়েক বছর ধরে মার্কিন সেনাবাহিনীতে আত্মহত্যা প্রতিরোধের প্রচেষ্টা সত্ত্বেও আত্মহত্যার ক্রমবর্ধমান প্রবণতা বিরক্তিকর বলে মনে করে যুক্তরাষ্ট্র। একদিকে সামরিক সেনাদের আত্মহত্যা, অপর দিকে নাগরিকদের মধ্যে আত্মহত্যার ঘটনা ক্রমশ বাড়ছে।

মার্কিন বিমানবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ফর ম্যানপাওয়ার, পার্সোনাল অ্যান্ড সার্ভিসেস লেফটেন্যান্ট জেনারেল ব্রায়ান কেলি বলেন, আত্মহত্যার ঘটনা জাতীয় জটিল সমস্যা হিসেবে দেখা দিয়েছে, যার কোনো সহজ সমাধান নেই।

তিনি আরো বলেন, ২০০৮ সাল থেকে আত্মহত্যার ঘটনা রেকর্ড করা শুরু হয় এবং এরপর থেকে ২০১৯ সালে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়েছে। মার্কিন সেনাবিষয়ক সংবাদমাধ্যম মিলিটারিডটকমের হিসাবে ২০১৮ সালের শেষ তিন মাসেই প্রায় তিনশ’ মার্কিন সেনা আত্মহত্যা করেছেন। অর্থাৎ প্রতিমাসে প্রায় একশ জন।

মার্কিন সামরিক বাহিনী সেনাদের আত্মহত্যার কোনো খবর প্রকাশ করে না। এ বিষয়ে করা প্রতিবেদনগুলো নিয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয়। তবে সম্প্রতি একটি সূত্রের কাছ থেকে মিলিটারি ডটকমের কাছে ২০১৮ সালের শেষ তিন মাসের তথ্য চলে আসে।

মিলিটারিডটকম জানিয়েছে, প্রকাশ হওয়া ওই নথি বলছে, গত বছরের শেষ তিন মাসে ২৮৬ জন সেনা আত্মহত্যা করেছে। এর মধ্যে মেরিন ৫৭ জন, নাবিক ৬৮ জন, ৫৮ জন মার্কিন বিমানবাহিনী এবং ১০৩ জন সরাসরি মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

আল-আরাবিয়া থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ