মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
‘কার্যকর বিচারব্যবস্থা অনুপস্থিত থাকায় দেশে অপরাধ প্রবণতা বাড়ছে’ নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’

নরওয়েতে কুরআন অবমাননায় ক্ষোভ প্রকাশ ইউকে জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরওয়েতে পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে শাখার নেতৃবৃন্দ। সাথেসাথে ঐতিহাসিক বাবরি মসজিদের স্থলে রামমন্দির নির্মাণের সাম্প্রদায়িক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদও জানিয়েছে নেতৃবৃন্দ।

লন্ডনের মারকাজুল উলুম মিলনায়তনে অনুষ্ঠিত এক বিশেষ প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করে বলেন, বিশ্বের কোটি কোটি তৌহিদী জনতার হৃদয়ে মারাত্মক আঘাত হেনে বাবরি মসজিদ সম্পর্কে যে সাম্প্রদায়িক,উস্কানিমূলক সিদ্ধান্ত ভারতের সুপ্রিম কোর্ট দিয়েছেন, এর দ্বারা বিশ্বের কোটি কোটি তাওহিদী জনতা এবং ইনসাফপ্রিয় মানুষ আঘাতে আঘাতে জর্জরিত হয়েছে।

তারা বলেন, একই ধারাবাহিকতায় নরওয়েতে পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনায় আজ মুসলিম বিশ্বের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বিশ্বের মানচিত্রে ৫৮ টি দেশ মুসলমানদের হাতে থাকা সত্ত্বেও আজ ইসলাম ও মুসলমানদের মনে পরপর মারাত্মক আঘাত হানার একের পর এক দুঃসাহসিক স্পর্ধা দেখানো হচ্ছে। এর মূল কারণ মুসলমানদের মধ্যে ঐক্যের অভাব এবং রাজনৈতিকভাবে সংগঠিত না হওয়া।

গত ২৫ নভেম্বরজমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে ইউকে জমিয়তের সভাপতি মাওলানা শুয়াইব আহমেদ এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ তামীম আহমদ-এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহ-সভাপতি, মুফতী আব্দুল মুনতাকিম।

সভায় উপস্তিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ সভাপতি মাওলানা আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ,ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সহকারী ট্রেজারার মুফতি মুতাহির সিদ্দিক, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ জিয়া উদ্দিন,যুব বিষয়ক সম্পাদক সৈয়দ রিয়াজ আহমদ, প্রশিক্ষন সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ হোসাইন আহমদ, তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক,হাফিজ মাওলানা মশতাক আহমদ, সহকারী প্রচার সম্পাদক হাফিজ মাওলানা রশীদ আহমদ, সদস্য মোহাম্মদ সাদিকুর রহমান,আলী আহমদ,আশিকুর রহমান প্রমুখ।

পরিশেষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি, শায়খুল হাদীস, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী এবং মুফাসসিরে কুরআন হাফিজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী’র দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনায় মোনাজাত পরিচালনা করেন মারকাজুল উলুম লন্ডনের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মজিদ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ