ইশতিয়াক সিদ্দিকী: বাংলাদেশের 'বড় কারী সাহেব হুজুর' খ্যাত, তাছহীহে কুরআনের প্রবর্তক ও আল-জামিয়া ইসলামিয়া পটিয়ার কেরাত বিভাগের সাবেক প্রধান শাইখুল কুররা কারী আবদুল গণি (প্রকাশ বড় কারী সাহেব হুজুর রহ.) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
তাঁর জানাজার নামাজ আজ (শনিবার) আসরের পর চট্টগ্রাম আনোয়ারা বখতিয়ার পাড়া তরতীলুল কুরআন মাদরাসায় অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, আল্লামা কারী আবদুল তানযীমুল কুররা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আনোয়ারা বখতিয়ার পাড়া তারতীলুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও ছদরে মুহতামিম ছিলেন।
আরএম/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        