রকিব মুহাম্মদ : কওমি মাদরাসার নেসাবে তালিমকে (পাঠ্যক্রম) মানসম্মত করার এজেন্ডা নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মজলিসে শুরা।
শনিবার (২৭ জুলাই) সকাল ১০ টায় রাজধানীর জামিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসায় বেফাকুল মাদারিসিল আরাবিয়ার চেয়ারম্যান আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত বৈঠকে কওমি মাদরাসার পাঠ্যক্রমকে মানসম্মত করতে প্রস্তাবিত ১৬ বছরব্যাপী শিক্ষা সিলেবাস নিয়ে আলোচনা হয় বলে মাওলানা মুসলেহুদ্দিন রাজু আওয়ার ইসলামকে জানিয়েছেন।
তিনি বলেন, কওমি শিক্ষাব্যবস্থাকে সামঞ্জস্যপূর্ণ এবং ১৬ বছরব্যাপী শিক্ষাব্যবস্থা হিসেবে গড়ে তোলার ব্যাপারে বেফাকের পক্ষ থেকে প্রস্তাবিত পাঠ্যক্রম নিয়ে আলোচনা হয়। শূরা কমিটির সকল সদস্যের হাতে প্রস্তাবিত সিলেবাসের কপি হস্তান্তর করা হয়। তারা নিজেরা গবেষণা করে পরবর্তী বৈঠকে এ নেসাবে তালিমের ব্যাপারে তাদের মতামত তুলে ধরবেন।
অন্যান্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন, আল্লামা আশরাফ আলী, মাওলানা আব্দুল কুদ্দুস, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা নুর হোসাইন কাসেমী, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, মুফতি জাফর আহমদ, মাওলানা মাহফুজুল হক, মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহুদ্দিন রাজু প্রমুখ ।
উল্লেখ্য, গত ১৮ জুলাই কওমি মাদরাসার নেসাবে তালিমকে (পাঠ্যক্রম) মানসম্মত করতে হাইয়াতুল উলইয়ার কো চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর নেতৃত্বে সাব কমিটি গঠন করেছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমি বাংলাদেশ।
আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমি বাংলাদেশের কো চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীকে সাব কমিটির আহ্বাবায়ক করা হয়। কমিটিতে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ থেকে ১০জন ও অন্যান্য পাঁচ বোর্ড -বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিস বাংলাদেশ, বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ থেকে দু’জন করে সদস্য থাকবেন।
আরএম/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        