মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ গাজায় সেনা মোতায়েন নিয়ে তুরস্কের বিবৃতি সততা, জনসেবা ও সাংগঠনিক শক্তিতে ভোটে লড়তে হবে: পীর সাহেব চরমোনাই উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু শেখ হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে হবে: উপদেষ্টা মাহফুজ শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদের আশেপাশে তামাক বিক্রি বন্ধ করল সৌদি আরব ইসলামী ঐক্যজোটের প্রভাবশালী নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে শাহজালালের পোড়া কার্গো কমপ্লেক্সের ভল্ট ভেঙে আগ্নেয়াস্ত্র চুরি সারাদেশে ‍পুলিশের অভিযান, ১ দিনে গ্রেফতার ১৬৪১ নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

পাকিস্তানে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত ১০, আহত ৮৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮৫ জন। খবর দ্যা ডন-এর।

খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে দেশটির ওয়ালহার রেলস্টেশনে একটি মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা খায় আকবর এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন। হতাহতের অনেকে ট্রেনের মধ্য আটকা পড়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা করা হয়েছ।

ডেপুটি কমিশনার রহিম ইয়ার খান বলেন, সব যাত্রীদেরকে স্টেশন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার অভিযান চলছে। ট্রেনে আটকাপড়াদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

এর পুলিশ মুখপাত্র জানান, কয়েকটি সংস্থা মিলে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তিনি বলেন, জেলার অনেক জায়গা থেকে সেখানে অ্যাম্বুলেন্স অবস্থান করছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এক টুইট বার্তায় তিনি বলেন, সাদিকাবাদের ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। হতাহতদের পরিবারের জন্য আমার সমবেদনা। প্রার্থনা করছি আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ইতোমধ্যে আমি রেলমন্ত্রীকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি।

দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ আহমদ। তিনি বলেন, অবহেলার কারণে এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে। ইতোমধ্যে ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ