আওয়ার ইসলাম: স্মরণশক্তি ও জ্ঞান আল্লাহ তায়ালার নেয়ামত। তিনি মানুষকে স্মরণশক্তি ও জ্ঞান দান করেন। যাকে ইচ্ছা তা বাড়িয়ে দেন আবার যাকে ইচ্ছা কমিয়ে দেন। কিভাবে মানুষের স্মরণশক্তি ও জ্ঞান বৃদ্ধি পাবে সে কথা তিনি কুরআনে বলে দিয়েছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট জিব্রাইল আলাইহিস সালাম ওহি নিয়ে আসতেন। তিনি জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে ওহি পড়ার ও মুখস্ত করার চেষ্টা করতেন। যা তার জন্য অনেক কষ্টকর কাজ ছিল। তখন উপরোক্ত আয়াত নাজিল হয়। আল্লাহ বলেন- فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ مِن قَبْلِ أَن يُقْضَى إِلَيْكَ وَحْيُهُ وَقُل رَّبِّ زِدْنِي عِلْمًا - অর্থ: সত্যিকার অধীশ্বর আল্লাহ মহান। আপনার প্রতি আল্লাহর ওহী সম্পুর্ণ হওয়ার পূর্বে আপনি কুরআন গ্রহণের ব্যপারে তাড়াহুড়া করবেন না এবং বলুন, হে আমার পালনকর্তা! আমার জ্ঞান বৃদ্ধি করুন। (সূরা ত্বাহা: আয়াত ১১৪)
দোয়া رَبِّ زِدْنِي عِلْمًا উচ্চারণ- রাব্বি যিদনি ইলমা। অর্থ- হে আমার পালনকর্তা! আমার জ্ঞান বৃদ্ধি করুন।
ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তার ওস্তাদ ইমাম ওয়াকী রহমতুল্লাহি আলাইহির কাছে বললেন করলেন, আমার স্মরণশক্তি কম। জাওয়াবে ওস্তাদ বললেন, আপনি গুনাহ করা ছেড়ে দিন। কারণ, ইলম হচ্ছে নূর, গুনাহগারের অন্তরে তা দেয়া হয় না।
অথচ ইমাম শাফিয়ী রহ. ৩০ দিনে পবিত্র কুরআন মাজিদ হিফয করেছিলেন। তারপরও বিনয় প্রকাশ করে বলেছিলেন তার স্মরণশক্তি কম। আর ওস্তাদও ছাত্রকে বড় বুযূর্গ ছাত্র জানা সত্ত্বেও তাকে গুনাহ থেকে সতর্ক করেছেন।
-এএ
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        