বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


হজের মওসুমে আমেরিকার নর্তকী জেদ্দায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের মুসলমানরা পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাচ্ছে। এমন সময় সৌদির জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কনসার্ট, যেখানে প্রধান গায়ক হিসেবে থাকবেন মার্কিন র‍্যাপার নিকি মিনাজ।

স্থানীয় সময় বুধবার কনসার্টের আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী ১৮ জুলাই কিং আবদুল্লাহ স্পোর্টস স্টেডিয়ামে ওই কনসার্টের আয়োজন করা হচ্ছে।

তবে এ নিয়ে ক্ষেপেছেন সৌদির নারীদের একাংশ। তাদের দাবি, নিকি মিনাজের গানগুলো অশ্লীল ইঙ্গিতপূর্ণ। এ ঘটনা জানাজানির পর সামাজিক যোগযোগ মাধ্যমে সমালোচনার ঝড় শুরু হয়েছে সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে।

সৌদিতে নারীদের গাড়ি চালানোর অধিকার, স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি এবং কনসার্টের বৈধতা দেয়ার মাধ্যমে দেশটির সকল ঐতিহ্য ধুলায় মিশিয়ে দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে বর্তমান সরকারের বিরুদ্ধে।

সূত্র: গলফ নিউজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ