বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই

ফিলিপাইনের সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ক্যাম্পে দু'জন ‘আত্মঘাতী হামলাকারীর’ হামলায় হামলাকারীসহ আটজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ২২ জন।

ফিলিপিন্সের আর্মড ফোর্সেসের পশ্চিমাঞ্চলীয় মিন্দানাও কমান্ডের কমান্ডার হিসেবে মেজর জেনারেল কিরিলিটো ই. সোবেজানা দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে ওই হামলা চালানো হয়।

আর্মড ফোর্সেসের পশ্চিমাঞ্চলীয় মিন্দানাও কমান্ডের মুখপাত্র মেজর আরভিন এনকিনাস বলেছেন, সুলুর ইন্দানানের তানজুংয়ে আর্মি ফার্স্ট ব্রিগেডের কমব্যাট টিমের সদর দফতরে শুক্রবার দুপুর ১২টার দিকে এ হামলা হয়।

নিহত আটজনের মধ্যে তিনজন সেনা সদস্য, তিনজন বেসামরিক ব্যক্তি এবং দুজন হামলাকারী রয়েছে। আহতদের মধ্যে ১০ জন বেসামরিক নাগরিক ও ১২ জন সেনা সদস্য রয়েছে।

এনকিনাস আরব নিউজকে জানিয়েছেন, সন্দেহভাজন বোমা হামলাকারীরা ক্যাম্পে ঢোকার চেষ্টা করে। তবে প্রথম সন্দেহভাজনকে ক্যাম্পের গেটেই আটকে দেয় সেনা সদস্যরা।

তিনি বলেন, ধরণা করা হচ্ছে সন্দেহভাজনদের প্রাথমিক পরিকল্পনা ছিল ক্যাম্পের ভেতর বোমা নিয়ে প্রবেশ করা। কিন্তু গেটে তল্লাশির সময় সেনা সদস্যরা ওই ব্যক্তিদের কাছে বিস্ফোরক খুঁজে পায়। যা হঠাৎ করে বিস্ফোরিত হয়।

ফলে ঘটনাস্থলেই একজন বোমা হামলাকারী, তিনজন সেনা সদস্য এবং পাশে থাকা তিনজন বেসামরিক ব্যক্তি নিহত হয়। ওই বোমার বিস্ফোরণের পর ক্যাম্পের গেট উড়ে যায়। অপর সন্দেহভাজন ব্যক্তি ক্যাম্পের ভেতর ছুটে গিয়ে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ওই বোমা হামলাকারীর মৃত্যু হয়।

তবে পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বোমা হামলার পর সেখানে হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা। এসময় সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে সেনা সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বোমা হামলাকারীরা ফিলিপাইনের নাগরিক নাকি বিদেশি সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ