বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


২৪ ইরানি ক্রু উদ্ধার করল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লোহিত সাগরের জেদ্দা উপকূলে ইরানি একটি তেল ট্যাংকারে ইঞ্জিন বিভ্রাট দেখা দেয়। এ সময় ট্যাংকটির সহায়তায় এগিয়ে যায় সৌদি আরব।

বৃহস্পতিবার দেশটির বার্তা সংস্থা এসপিএ’র খবরে বলা হয়েছে, ইরানের কাছ থেকে তাদের তেল ট্যাংকার উদ্ধারে সহযোগিতা চেয়ে অনুরোধ এসেছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দা ইসলামিক বন্দর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণপূর্বে নৌযান হ্যাপিনেস-১ এবং তার ২৬ ক্রু সদস্যকে পাওয়া গেছে। উদ্ধার হওয়া ২৬ ক্রু সদস্যের মধ্যে দুই জন বাংলাদেশি।

সৌদি কোস্ট গার্ড মুখপাত্র জানিয়েছে, তাদের উদ্ধারে জাতিসংঘে ইরানি প্রতিনিধি দলের চার্জ ডি’ অ্যাফেয়ার্সের কাছ থেকে সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি দলের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধ এসেছিল।

খবরে বলা হয়েছে, ক্রুদের উদ্ধারে সব ধরনের পূর্ব সতর্কতা অবলম্বন করা হয়েছে। উদ্ধার অভিযানের সময় যাতে পারিপার্শ্বিক কোনো ক্ষতি না হয়, সেদিকেও নজর দেয়া হয়েছে। তবে ইরানি ওই ট্যাংকার থেকে সমুদ্রে তেল ছিটকে পড়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ