সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় আজ ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে তিনজন, বাগেরহাটে তিনজন, যশোরে একজন ও লক্ষ্মীপুরে একজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২ মে) ভোরে ও বুধবার (১ মে) রাতে এসব সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩২ জন।

রাজশাহী জেলার বাঘা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই নারী রয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। বৃহস্পতিবার (২ মে) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয় হেলপার হানিফ ও যাত্রী মনোয়ারা। নিহত অন্য নারী যাত্রীর পরিচয় এখনও পাওয়া যায়নি।

অপর দিকে বাগেরহাটের রামপাল উপজেলায় ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মে) খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামপাল হাইওয়ে থানার ওসি রবউল ইসলাম জানান, নিহত তিনজনই পুরুষ।

যশোর জেলার শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় হাসান আলী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরো দু’জন। গতকাল বুধবার (১ মে) রাত ৯টার দিকে শার্শা উপজেলার গোড়পাড়া-শিকারপুর সড়কের লক্ষণপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আলী উপজেলার শিকারপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে। আহতরা হলেন-শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জাহিদ হাসানের ছেলে মনিরুল ইসলাম (১৭) ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে হাসিব উদ্দিন (১৮)।

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় দুখু মিয়া নামে সিএনজিচালিত এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। বৃহস্পতিবার (২ মে) সকালে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসি লোকমান হোসেন জানান, ধারণা করা হচ্ছে ট্রাক চালকের ঘুম ভাব থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পলাতক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ