শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ভারতের পর শ্রীলঙ্কায় বন্ধ হলো জাকির নায়েকের পিসটিভির সম্প্রচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পর এবার শ্রীলঙ্কায় জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয়েছে। পিস টিভির বিরুদ্ধে জিহাদের নামে উগ্রবাদে উস্কানি দেয়ার অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে বন্ধ করার কারণ হিসেবে। গোয়েন্দারা বলছেন, তার লেকচারের কিছু অংশ ব্যবহার করে যুবকদের মগজ ধোলাই করছে ইসলামিক স্টেট তথা আইএস।

পিটিআই’র সূত্রে জানা যায, শ্রীলঙ্কার সব থেকে বড় দুই কেবল অপারেটর-ডায়ালগ ও এলটি পিস টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সরাসরি কোনও সরকারি নির্দেশ আসেনি৷ তবে শীঘ্রই প্রশাসন এ ঘোষণা করতে চলেছে বলেও খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, সোমবার ভারতের কেরালার পালাক্কড থেকে আবু দুজানা নামের এক আইএসকে গ্রেপ্তার করে দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সংস্থাটির দাবি, শ্রীলঙ্কা বিস্ফোরণের মূলচক্রীর জাহরান হাশমির সঙ্গে যোগাযোগ ছিল তাদের দুজনের।

জিজ্ঞাসাবাদে ওই আইএস জানিয়েছে, সে নিয়মিত পিস টিভিতে জাকির নায়েকের বক্তৃতা শুনত৷ গোয়েন্দারা জানিয়েছেন, জাকির নাযেকের ভাষণ ব্যাবহার করে যুবকদের মগজ ধোলাই করছে তারা। গ্রেপ্তার দুজন ভারতেও আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছিল।

২০১৬ সালেই ভারতে পিস টিভির সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। কোনও কেবল অপারেটর ওই চ্যানেল সম্প্রচার করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দেওয়া হয়েছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ