শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


না ভেঙে অভিনব উপায়ে সরানো হচ্ছে শতাব্দী প্রাচীন মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানুষ বাসা বদল করে, মানুষ ঠিকানা বদল করে। দোকান-অফিস সেসবও বদল হয়। কিন্তু কখনও আস্ত বাড়ি বা দোকান অন্যত্র তুলে নিয়ে যাওয়া হয় –এমনটা কি শুনেছেন? দোকান বা বাড়ি না হলেও একটি মসজিদকে সম্প্রতি একজায়গা থেকে পুরোপুরি তুলে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ওই পুরনো মসজিদের বয়স ১০০ বছর।

১০০ বছরের ঐতিহ্য বহনকারী সেই মসজিদ ভারতের আসমের এনএইচ ৩৭-এ নামের এক এলাকায় অবস্থিত। না ভেঙে অভিনব উপায় সরানো হচ্ছে সেই মসজিদ।

এই ঐতিহাসিক ইমারত স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে আসম প্রশাসন। তাদের দাবি, এনএইচ ৩৭-এ গাড়ি চলাচলে খানিকটা বিভ্রাট দেখা দিচ্ছিল। তারপরই স্থানীয় ইসলাম ধর্মাবলম্বীদের মতামত নিয়ে এই মসজিদকে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঐতিহাসিক ওই মসজিদকে ১৫ থেকে ২০ দিনের মধ্যে নওগাঁওয়ের পুরানিগুদাম এলাকার কোনও এক জায়গায় স্থনান্তর করা হবে।

আসমে ১০০ বছরের পুরনো এই মসজিদ দোতলা। আর তাকেই আধুনিক স্থাপত্য-প্রযুক্তির দ্বারা স্থানান্তরিত করার কাজ চলছে। ইঞ্জিনিয়াররা বলছেন, ১৫ থেকে ২০ দিনের মধ্যে এই মসজিদ স্থানান্তরকরণের কাজ শেষ হয়ে যাবে।

অসমের এই মসজিদ স্থানান্তরকরণের কাজে ব্যবহার করা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম। যার নেপথ্যে রয়েছে হরিয়ানার সংস্থা আর আর অ্যান্ড সনস।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ