সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

মুন্সিগঞ্জে তুচ্ছ কারণে নারীর মাথা ফাটালো শহিদুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইয়ামিন: মুন্সিগঞ্জ সিরাজদিখানের শেখরনগর ইউনিয়নে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে।

৩০ মার্চ শনিবার বেলা সাড়ে ৪ টার দিকে শেখরনগর ইউনিয়ন অন্তর্গত গোপালপুর বাহেরচরের বাসিন্দা আব্দুল মজিদের বড় ছেলে শহিদুল ইসলাম (৫০) গাছের ডাল কাটাকে কেন্দ্র করে শাহানাজ বেগম (৪৫) নামের এক প্রতিবেশী মহিলাকে লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়।

প্রাথমিকভাবে শেখরনগর বাজারের ইমরান মেডিকেলে চিকিৎসা নেন তিনি। ডাক্তার জানান, অনেকখানি জায়গা কেটে যাওয়ায় ৬টি সেলাই দিতে হয়েছে।

এ বিষয়ে শাহনাজ বেগম বলেন, লোক দিয়ে আমি আমার বাড়ির গাছ কাটছিলাম, ভুলবশত একটি ডাল গিয়ে শহিদুলের আম গাছের উপর পরে। এতে তাদের আমগাছের কিছু মুকুল নষ্ট হয়। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে শহিদুল আমাকে গালাগালি করে এবং লাঠি দিয়ে আঘাত করে।

বর্তমানে নিরাপত্তার আশঙ্কায় শাহনাজ বেগম মামার বাড়িতে আশ্রয় নিয়েছেন।

শাহনাজ বেগম স্থানীয় সাবেক চেয়ারম্যান আমজাদ হোসাইনের কাছে নির্যাতনের বিচার চাইলে তিনি বলেন, বিষয়টির সুরাহা করতে হবে। ভবিষ্যতে তিনি যাতে আর কারো সাথে এমন নির্যাতন না করতে পারেন সেজন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবেন।

শেখরনগর পুলিশ ফাড়ির এএসআই ইলিয়াস বলেন, কাল এ বিষয় আমাদের কাছে অভিযোগ এসেছে। আজ নির্বাচনের কারণে অনেক অফিসার বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত আছেন। তবে বিষয়টি নিয়ে খুব দ্রুতই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

জানা যায়, এর আগেও শহিদুলের নামে নারী নির্যাতনের একটি মামলা ও সমাজের মানুষদের তুচ্ছতাচ্ছিল্য করার একাধিক অভিযোগ রয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ