বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

পরিবারে মা হলেন প্রধান শিক্ষিকা, বাবা প্রিন্সিপাল: মাওলানা ইউসুফ নূর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক

কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব মাওলানা ইউসুফ নূর বলেছেন, পরিবার হচ্ছে আদর্শ সন্তান গড়ার প্রথম ইনস্টিটিউট। মা হলেন এর প্রধান শিক্ষিকা আর বাবা প্রিন্সিপ্যাল। নববী নির্দেশনায় এ প্রতিষ্ঠান পরিচালিত হলে তৈরি হবে আল্লাহ্ভীরু নেতৃত্ব ও প্রশাসক, যাদের হাতে নিরাপদ থাকবে দেশের স্বাধীনতা, জনগণের জানমাল ও উম্মাহর স্বার্থ।

গত ২৯ মার্চ দোহার বিন যাইদ সেন্টারে আল নূর কালচার সেন্টার একটি অভিবাবক কর্মশালায় তিনি এ কথা বলেন।

মাওলানা ইউসুফ নূর বলেন, পিতার কাছে সন্তানের প্রথম চাওয়া হলো একজন সুশিক্ষিত দীনদার মা।কারণ ধর্মহীন মাতৃকোড়ে পুণ্যবান সন্তান আশা করা যায় না।

হালাল উপার্জনের তাগিদ জানিয়ে তিনি আরো বলেন, হালাল উপার্জন দ্বারা সন্তানের ভরণপোষণ ফরজ ইবাদত। মহানবী সা. একে আল্লাহর পথে সেরা দান হিসেবে ঘোষণা করে পিতার মর্যাদা বিধান করে গেছেন।

একই বিষয়ে মহিলা কর্নারে আলোচনা করেন আলেমা সারা মাহমুদ ।

কর্মশালায় ইতিপূর্বে অনুষ্ঠিত আলনূর ইসলামী কুইজ প্রতিযোগিতায়  অংশগ্রহণকারী অবশিষ্ট শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেন কমিউনিটি নেতৃবৃন্দ।

কৌশলী মনিরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী এম, এ মুকিত,মাওলানা হাসিবুর রহমান, মাওলানা কারী ইব্রাহিম, হাফেজ মুস্তাফিজুর রহমান, হাফেজ মাওলানা ইসহাক ,রকিবুল ইসলাম ও কমিউনিটি ব্যক্তিত্ব রাহমাতুল্লাহ প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ