বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইনসাফভিত্তিক রাষ্ট্র চাইলে বিশ্বস্ত ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে : মোহাম্মদ আলী জুলাই সনদ বাস্তবায়ন হওয়া ছাড়া নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই : নাহিদ ইসলাম তালাক নয়, সংশোধনেই সমাধান: শায়খ আহমাদুল্লাহ শহীদের রক্তের বদলা ইসলামের বিজয়ের মাধ্যমেই নেওয়া হবে : মাসুদ মেট্রোরেল নিরাপদ, যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের দেশকে বিএনপি তিনবার ও আ.লীগ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল: চরমোনাই পীর টেকসই গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : মাসুদ সাঈদী আফগান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার কারণ ভারত: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অবৈধ মোবাইলের ব্যবহার বন্ধ করতে চালু হচ্ছে এনইআইআর সিস্টেম ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমানের সফল উড্ডয়ন

চুয়াডাঙ্গায় ‘নবীন আলেমদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গাতে ‘নবীন আলেমদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ ইকরা চুয়াডাঙ্গার সহযোগী প্রতিষ্ঠান সওতুল কুরআনের আয়োজনে সকাল ৯টায় অনুষ্ঠানটি শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়।

তিনপর্বের অনুষ্ঠানের প্রথমেই ছিল পরিচিত পর্ব, তারপর আলোচনা এবং সবশেষে নবীন আলেমদের সাথে পরামর্শ ও মতবিনিময়।

আল জামিয়াতুল ইসলামিয়া বুজরুক গড়গড়ি চুয়াডাঙ্গার সিনিয়র মুহাদ্দিস, ইকরা চুয়াডাঙ্গা ও সওতুল কুরআন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুস্তাফা কামাল কাসেমীর সঞ্চালনায় আলোচনা পর্বে প্রথমে বক্তব্য রাখেন আলমডাঙ্গা আনন্দধাম বাইতুল মামুর মসজিদের ইমাম ও খতীব মাওলানা ইমদাদুল হক।

তিনি বলেন, আলেমগণ আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। সুতরাং নবীন প্রবীণ সকল আলেমকেই অন্যান্য বিষয়ের মতো উম্মাতকে ভালোবাসার সেই নববি উত্তরাধিকারও ধারণ করতে হবে যার বর্ণনা আল্লাহ তাআলা কুরআন পাকে দিয়েছেন।

বলেছেন, (হে নবী) আপনি তো তাদের জন্য আফসোস করতে করতে নিজেকেই ধ্বংস করে ফলবেন যদি না তারা এই বাণীর উপর ঈমান নিয়ে আসে। সুতরাং আলেমদেরকে ‘বাতিলের আতঙ্ক’ হিসাবে পরিচিতি পাওয়ার আগে ‘উম্মাহ-দরদী’ হিসাবে পরিচিতি লাভ করতে হবে।

ইকরা চুয়াডাঙ্গার সেমিনার কক্ষে আয়োজিত ওই সভায় মুফতি আযীযুল্লাহ বলেন, সওতুল কুরআন একাডেমী ইতোমধ্যেই চুয়াডাঙ্গাতে কুরআন শিক্ষার বিপ্লব সৃষ্টি করে ফেলেছে। এর মাধ্যমে সাধারণ মানুষ শুধু কুরআন তিলাওয়াতই শিখছে না, তাদের জরুরিয়াতে দীন শিক্ষার পাশাপাশি আলেমদের সাথে সম্পর্কও বাড়ছে।

মুফতি সাদ্দাম হুসাইন বলেন, আলেমদের মূল খেদমত ইলমি খেদমত। যে কোনো মূল্যে জাতির কাছে কুরআন সুন্নাহর সঠিক ইলম পৌঁছে দিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বুজরুক গড়াগড়ি মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি আব্দুর রাযযাক বলেন, আপনারা সকলেই আলেম, সুতরাং আপনাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন স্লোগান থাকে, আপনাদের স্লোগান হবে, আমরা নবীন আমরা আলেম আল্লাহর দীনের খাদেম আমাদের রুখবে কে?

সভাপতির বক্তব্যে প্রবীণ মাস্টার জনাব রফিক উদ্দীন বলেন, আলেমদের সাথে চলি বলে আমাকে আলেমের মতোই দেখা যায়, কিন্তু আমি আলেম নই। আমি শুধু দুআ নিতে এসেছি। আপনারা দুআ করবেন, আমার মৃত্যু যেন ঈমানের সাথে হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বুজরুক গড়াগড়ি মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল হুদা, আলমডাঙ্গা মাদরাসাতুত তাকওয়ার মুহতামিম মুফতি মাহদী হাসান এবং চুয়াডাঙ্গা ও পার্শ্ববর্তী জেলার নবীন তরুন উলামায়ে কেরাম।

অনুষ্ঠানটি কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং দুআর মাধ্যমে শেষ হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ