সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

‘আমরা কি মসজিদেও নিরাপদ থাকতে পারবো না?’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে জঙ্গি হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ইত্তেহাদুল উলামা সাভার উপজেলা।

আজ ১৯ মার্চ দুপুরে ইত্তেহাদুল উলামা সাভার উপজেলা এ কর্মসূচি পালন করে। শুরুতে সাভার বাস স্ট্যান্ড সংলগ্ন আর এস টাওয়ারের সামনে সমাবেশ করেন তাঁরা। এতে বক্তারা বলেন,

ইয়াহুদী, খ্রিষ্টানরা এক হয়ে মুসলিম নিধনে মেতে উঠেছে। মসজিদে নামাজরত মুসল্লীদের উপর হামলা বিশ্বকে লজ্জিত করেছে। ‘আমরা কি মসজিদেও নিরাপদ থাকতে পারবো না?’ প্রশ্ন তুলে তারা আরও বলেন, সারা পৃথিবীতে চরম অবহেলার স্বীকার হচ্ছে মুসলমানরা। তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত করছে ইয়াহুদী ও খ্রিষ্টানরা।

সর্বশেষে নিউজিল্যান্ডে হামলা করে ইসলাম বিদ্বেষীরা ইতিহাসের ন্যাক্কার কাজটি করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং অবিলম্বে জড়িত জঙ্গির ফাঁসি চাই।

এরপর সাভারের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে বিশাল একটি মিছিল বের হয়। মিছিলে মাদরাসার ছাত্রদের পাশাপাশি জনমানসের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। মিছিলটি সাভার আর এস টাওয়ার থেকে শুরু হয়ে নিউমার্কেটের সামনে এসে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আলী আকবর, মাওলানা জাহিদুল ইসলাম কাসেমি,মুফতি সাঈদ আহমদ বিক্রমপুরী, মাওলানা আব্দুর রশিদ।

আরও উপস্থিত ছিলেন, মুফতি আব্দুল কুদ্দুস, মুফতি নাজমুল হাসান বিন নূরী, মুফতি শহিদুল ইসলাম জাফরী।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ