শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


জজ কোর্টে লিফট দুর্ঘটনা, আহতদের কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত বৃহস্পতিবার ঢাকা জজ কোর্টে লিফট দুর্ঘটনায় মারাত্মক আহত প্রত্যেককে কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

রোববার (১ মার্চ) ঢাকা আইনজীবী সমিতির সদস্য এবং আইনজীবী পরিবার কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য মাহফুজুর রহমানের পক্ষে আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ রিট দাখিল করেন।

একলাছ উদ্দিন ভূঁইয়া জানান, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মুহাম্মদ আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।

রিটে এ ঘটনায় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করে একটি তদন্ত কমিটি এবং ১৫ দিনের মধ্যে ইনজুরি রিপোর্ট চেয়ে আবেদন করা হয়েছে। ১৫ দিনের মধ্যে নতুন লিফট প্রতিস্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে ঢাকা জেলা জজ আদালতের পুরনো ভবনে লিফট দুর্ঘটনায় আইনজীবীসহ ১২ জন আহত হয়েছেন।

এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ