শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


রাজউক কর্মকর্তা শফিউল্লাহর ১১ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) কর্মচারী মুহা. শফিউল্লাহকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। তার বিরুদ্ধে বহুতল ভবনের নকশা অনুমোদন-সংক্রান্ত ৫৭টি নথি গায়েব করার অভিযোগ প্রমাণিত হয়।

আজ (৩ মার্চ) বিচারপতি মুহা. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলাম।

আমিন উদ্দিন মানিক জানান, রাজউকের সাবেক ইস্যু ক্লার্ক (বর্তমানে স্টেট সেকশনের স্টেনো ক্লার্ক) মুহাম্মদ শফিউল্লাহ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজউকের বহুতল ভবনের নকশা অনুমোদন-সংক্রান্ত ৫৭টি নথি অথরাইজড অফিসার-১ ও ৩-এর দফতরের রেকর্ডরুমে প্রেরণ না করে সেগুলো গায়েব করেন।

এ অভিযোগে ২০১৩ সালের ১০ অক্টোবর শফিউল্লাহর বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করেন দুদকের উপসহকারী পরিচালক খন্দকার আখেরুজ্জামান। ২০১৭ সালের ২১ নভেম্বর ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালত নির্দোষ প্রমান হয়ে তাকে খালাস দেয়া হয়।

পরের বছর ৭ এপ্রিল এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। রোববার হাইকোর্ট তার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ১১ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করে। আদালত রায়ে শফিউল্লাহকে ১৫ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ