শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


ফের নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে জামাতে ইসলামীর ভোট বর্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি অভিযোগে নির্বাচন বাতিল করে ফের তফসিল ঘোষণা করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করার আহ্বান জানিয়ে আজ (৩০ ডিসেম্বর) রোববার দুপুরে  বাংলাদেশ জামাতে ইসলামী গণমাধ্যমে  এক বিবৃতি দিয়ে  একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জন করেছেন।

বিবৃতি প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

বিবৃতিতে অভিযোগ করা হয়, ‘ভোট কেন্দ্র দখল, ব্যাপক জাল ভোট প্রদান, ব্যালট ডাকাতি ও ভোটের আগের রাতেই দেশের অধিকাংশ স্থানে সরকারি দলের নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে রেখে নির্বাচনকে প্রহসনের নির্বাচনে পরিণত করেছে। তাই নির্বাচন প্রত্যাখ্যান ও বয়কট করা হলো।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘তফসিল ঘোষণার পর থেকেই জনগণের কাছে প্রতীয়মান হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকারের নির্দিষ্ট ছক ও নকশা অনুযায়ী সম্পন্ন হতে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জোটের পক্ষ থেকে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তাগিদ দেওয়া হয়। আন্তর্জাতিক মহল থেকেও নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ব্যাপারে আহ্বান জানানো হয়। কিন্তু শুরু থেকেই একতরফা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি নিয়ে সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসন সরকারি দলকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করছে।’

বিবৃতিতে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ভোটারদের ওপর হামলা চালানো হচ্ছে অভিযোগ করে  আরো বলা হয়, দেশের বিভিন্ন স্থানে প্রার্থী ও ভোটাররা আক্রমণের শিকার হয়ে মারাত্মতকভাবে আহত হয়েছেন। দেশের সর্বত্রই নির্বাচনের নামে প্রহসনের চিত্র ফুটে উঠেছে।

‘প্রকৃতপক্ষে এটি কোনো নির্বাচনই নয়। নির্বাচনের নামে এটি একটি ব্যালট ডাকাতির প্রহসন এবং জনগণের সঙ্গে প্রতারণা করা ছাড়া আর কিছুই নয়।’

বিবৃতিতে দাবি করা হয় , এই একতরফা নির্বাচন কোনো অবস্থাতেই মেনে নেয়া যায় না। তাই বিদ্যমান পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর ২২ প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তারা নির্বাচন প্রত্যাখ্যান ও বয়কট করছেন।

বাংলাদেশ জামায়াত ইসলামীর ২২ প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। তাদের প্রত্যেকে নির্বাচন প্রত্যাখ্যান ও বয়কট করছেন বলে ওই বিবৃতিতে দাবি করা হয়।

এইচএএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ