রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৮ রজব ১৪৪৭


এনবিআর ড. কামালের কর ফাঁকির অভিযোগ খতিয়ে দেখছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের আয়কর ফাঁকির অভিযোগ খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।

আজ রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থার চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আয়কর ফাঁকির প্রমাণ পাওয়া গেলে কোনো ছাড় দেয়া হবে না। গত ১৯ নভেম্বর ড. কামাল হোসেনের কর ফাঁকির অভিযোগ খতিয়ে দেখতে এনবিআর চেয়ারম্যানকে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, ব্যবসায়ীদের আপত্তি বিবেচনায় নিয়ে সংশোধন করা হচ্ছে নতুন ভ্যাট আইন।

১৫ শতাংশের একক স্তরের পরিবর্তে তিন স্তর থাকতে পারে বলেও জানান তিনি। এনবিআর চেয়ারম্যান জানান, জুলাই থেকে কার্যকর হবে নতুন ভ্যাট আইন।

মেয়র পদে থেকেই সংসদ নির্বাচন করা যাবে: হাইকোর্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ