রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৮ রজব ১৪৪৭


চীনের আশা, সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা করছে চীন। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো প্রসঙ্গে, দেশটির রাষ্ট্রদূত ঝাং জু বলেন চীন বিশ্বাস করে, বাংলাদেশের জনগন ও রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ নির্বাচন করার সক্ষমতা রয়েছে।

রাজধানী ঢাকায় এক মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এসময় ঝাং জু আরো বলেন, রোহিঙ্গা ইস্যুতে ইতিবাচক ভূমিকা রেখেছে চীন, আগামীতেও তা অব্যাহত থাকবে।

বাংলাদেশ-চীনের সর্ম্পক নতুন মাত্রায় পৌঁছছে উল্লেখ করে তিনি বলেন, দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে সব সময় গুরুত্ব দেয় চীন। সভায় বক্তারা জানান, নির্বাচনের পর কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিনিধিরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ