আওয়ার ইসলাম: আইনি প্রক্রিয়া স্বচ্ছ হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশনকে বলবো, দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি ন্যায়বিচার করুন। ইসি সংবিধান ও আইন অনুসরণ করলে এবং বিতর্কের ঊর্ধ্বে উঠে বিশ্বাসযোগ্য সিদ্ধান্ত নিলে খালেদা জিয়া অবশ্যই প্রার্থিতা ফিরে পাবেন। খালেদা জিয়া ছাড়া নির্বাচন হলে তা হবে একটি বিশাল প্রহসন।’
শনিবার (৮ ডিসেম্বর) সকালে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘একতরফা নির্বাচন করতে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশকেও ব্যবহার করা হচ্ছে। আমি ইসির প্রতি আহ্বান জানাবো, সুষ্ঠু নির্বাচনি পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ পুলিশ ও জনপ্রশাসনের সব অপতৎপরতা নিয়ন্ত্রণ করুন। ক্রসফায়ার, গুম, খুন, গ্রেফতার মিথ্যা মামলা, দমন, নির্যাতন বন্ধে কঠোর পদক্ষেপ নিন।’
তার অভিযোগ, ‘গত ১৯ নভেম্বর বিএনপির মনোনয়নপ্রত্যাশী যশোর জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকরের লাশ বুড়িগঙ্গা থেকে উদ্ধারের পর তার আরেক সহকর্মী বিএনপি নেতা কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইফুর রহমানকে ঢাকায় ডেকে এনে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ঢুকিয়ে গুম করা হয়েছে।’
সাইফুর রহমানের পরিবার ও সহকর্মীদের বরাত দিয়ে রিজভী বলেন, ‘ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয়ে একজনের টেলিফোন পেয়ে ঢাকায় যান সাইফুর রহমান। গত ২৭ নভেম্বর দুপুর ১২টার দিকে তিনি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান। এরপর তার আর খোঁজ মিলছে না।’
তিনি বলেন, ‘এর আগে দলের মনোনয়নপত্র তুলতে ঢাকায় এলে অপহরণ করা হয় একই ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আবু বকরকে (৬৫)। ১৯ নভেম্বর বুড়িগঙ্গায় তার লাশ পাওয়া যায়।’
এখনও পর্যন্ত সাইফুরের কোন খোঁজ না পাওয়ায় তার পরিবারের পক্ষ থেকে উদ্বেগ জানান রিজভী।
এসময় রিজভী আরও বলেন, ‘সিইসিএম নুরুল হুদা সাহেবের কথাই প্রমাণ করে যে, তফশিল ঘোষণার পরে এখন যে গুম, খুন, গ্রেফতার, মামলা, রিমান্ড চলছে সবই কি তাহলে তার নির্দেশেই হচ্ছে?’
কেপি