আওয়ার ইসলাম: রাজধানীর মহাখালীতে ছাত্রলীগের ১৯ নম্বর ওয়ার্ড (বনানী) সভাপতি রাকিব হাসানকে (২৭) কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বনানী থানার পরিদর্শক (অপারেশন) সায়হান ওলিউল্লা বলেন, ছাত্রলীগের সভাপতি রাকিবকে হত্যা করা হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। তারা রহস্য উদঘাটনের চেষ্টা করছে।
জানা যায়, রাকিবকে কোপিয়ে ফেলে রাখার পর নাসির নামে এক যুবক তাকে ঢামেকে নিয়ে আসেন।
নাসির সাংবাদিকদের বলেন, আমার বাসা মহাখালী টিঅ্যান্ডটি কলোনি মসজিদের পেছনে। রাকিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। তবে তার আগেই তিনি মারা যান।
রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
‘নববী আদর্শ লালন করলে নিজেকে ছোট মনে করতে হবে’
এআর