রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৮ রজব ১৪৪৭


'ইজতেমার হামলায় সরকার এখনো রহস্যজনক ভূমিকা পালন করছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান,কিশোরগঞ্জ প্রতিনিধি:বেফাকের সহ সভাপতি, কিশোরগঞ্জ ঐতিহাসিক শহীদী মসজিদের খতীব আল্লামা আযহার আলী আনোয়ার শাহ বলেন, টঙ্গীতে হামলার বিষয়ে সরকার রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। সরকার চাইলে খুব তাড়াতাড়ি দোষী ব্যক্তিদের গ্রেফতার করে শাস্তির আওতায় নিতে পারে।

গত ১ ডিসেম্বর টঙ্গীতে নিরীহ ছাত্র-শিক্ষক তাবলিগ সাথীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের আহ্বানে আজ ৭ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা কিশোরগঞ্জে অনুষ্ঠিত এক বিশাল বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদসভায় তিনি এমন বক্তব্য দেন।

মিছিলটি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ-এর নেতৃত্বে শহীদী মসজিদের সামনে থেকে শুরু হয়ে গৌরাঙ্গবাজার মোড় পেরিয়ে, কালিবাড়ি, আখড়াবাজার, রথখোলা, গৌরাঙ্গবাজার হয়ে আবারও শহীদী মসজিদ চত্বরে এসে অবস্থান নেয়।

মিছিলকারীরা ওয়াসিফ-নাসিম, ইউনুস, ফরীদ উদ্দীন মাসঊদসহ দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি করে নানা স্লোগান দেন।

মিছিল শেষে সমাবেশে তিনি আরো বলেন, সরকারের উচিত অবিলম্বে টঙ্গীতে সন্ত্রাসী হামলার দায়ী ব্যক্তিদের খোঁজে তাদের শাস্তি দেয়া।

তিনি সরকারের কাছে টঙ্গীতে আহত ছাত্রদের সুচিকিৎসারও দাবি জানান।

তিনি বলেন, যদি দোষী ব্যক্তিদের বিচার না করা হয় তাহলে তাওহীদী জনতা হাত গুটিয়ে বসে থাকবে না।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন আল্লামা আনোয়ার শাহ, আল্লামা শফিকুর রহমান জালালাবাদী, মাওলানা ইমাদাদুল্লাহ,মাওলানা হিফজুর রহমান খান,মুফতি রহমাতুল্লাহ,মুফতি আব্দুর রহিম,মুফতি উবায়দুল্লাহ, মাওলানা মাহবুবুর রহমান,মুফতি শহীদুল্লাহ, মুফতি সুহাইল আহমাদসহ কিশোরগঞ্জের হাজার হাজার উলামা তলাবা ও তাবলীগী সাথীরা।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ