অাওয়ার ইসলাম: দেশের ৫ জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১৪ জন। এর মধ্যে গাজীপুরের হালডোবায় বাস-লেগুনা সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আর ফেনী ও নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো সাত জন।
রাজধানী ঢাকা-কাপাসিয়া সড়কের হালডোবা এলাকায় গাজীপুরগামী বাসের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবাহী লেগুনার। ঘটনাস্থলেই নিহত হন মুন্সিগঞ্জের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান, সিরাজগঞ্জের নাজিম উদ্দিন ও একই এলাকার আব্দুস সামাদ।
আহত সাতজনকে গাজীপুরের শহিদ তাজ উদ্দীন আহমদ মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন আবস্থায় মারা যান আরও দুই জন।
ফেনীর দাগনভূঞায় বাসের সঙ্গে সংঘর্ষে নিহত হন সিএনজি চালিত অটোরিকশার চার আরোহী। আর নোয়াখালীর সেনবাগে বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়। এছাড়া, পটুয়াখালীর গলাচিপা ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় আরো দুই জনের মৃত্যু হয়েছে। আহত হন চারজন।