আওয়ার ইসলাম: পাবনা সদর উপজেলার ভাঁড়ারায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সুলতান গ্রুপ ও আক্কাস গ্রুপের গোলাগুলিতে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের ভাউডাঙ্গা গ্রামের গহের খাঁর ছেলে লস্কর খাঁ এবং একই গ্রুপের আহেদ আলীর ছেলে মালেক শেখ।
পুলিশ জানায়, চর থেকে বালু তোলা নিয়ে ভাড়ারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ এবং জাসদ থেকে সম্প্রতি আওয়ামী লীগে যোগ দেয়া সুলতান আহমেদের বিরোধ চলছে।
এর জেরে সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। এতে গুরুতর আহত ৬ জনকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর দুই জন মারা যান।