বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি

কুষ্টিয়ায় বন্দুক যু্দ্ধে ১ ডাকাত নিহত, আহত ৪ পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে খোকন আলী ওরফে হাতকাটা ঠান্ডু (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। পুলিশের দাবি আধিপত্য নিয়ে নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন।

শনিবার রাত দেড়টার দিকে সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানাল পাড়ায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সময় ডাকাত দলের ছোড়া গুলিতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাছির উদ্দিন বলেন, ডাকাতদের দুই দলের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে এমন সংবাদ পেয়ে টহলদার পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে জানা যায় বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির নাম খোকন আলী ওরফে হাতকাটা ঠান্ডু ডাকাত। তিনি সদর উপজলার আলামপুর ইউনিয়নের পুকুরপাড়া এলাকার মৃত আইজাল আলীর ছেলে।

তার বিরুদ্ধে থানায় ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ