শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


শিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা অনুষ্ঠিত; দাফন শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানা যায়, চ্যানেল আই প্রাঙ্গণে আইয়ুব বাচ্চুর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ আবারও হিমঘরে রাখা হবে।

আইয়ুব বাচ্চুর ছেলে ও মেয়ে দেশে ফেরার পর শনিবার তার জন্মস্থান চট্টগ্রামের এনায়েত বাজার এলাকার পারিবারিক কবরস্থানে মায়ের পাশে তৃতীয় জানাজা শেষে তাকে সমাহিত করা হবে।

শুক্রবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আইয়ুব বাচ্চুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে হাজারও মানুষ তাকে শেষ শ্রদ্ধ জানায়।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে রাজধানীর নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন আইয়ুব বাচ্চু। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

‘প্রিন্সিপাল হাবীবুর রহমান ছিলেন এক গুণি ও বরেণ্য রাজনীতিবিদ’

-এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ