মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


উগান্ডায় ভয়াবহ ভূমিধস, নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার বুদুদা জেলায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। দেশটিতে গত কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টিপাতের ফলেই ভূমিধসের ঘটনা ঘটছে বলে জানিয়েছে উগান্ডা রেডক্রস।

বৃহস্পতিবার উগান্ডা রেডক্রসের মুখপাত্র ইরিনি নাকাশিতা এক বিবৃতিতে বলেন, ‘ভূমিধসে নিহতের সঠিক সংখ্যাটা আমরা জানিনা। তবে প্রাথমিক প্রতিবেদন বলছে, অন্তত সাতজন নিহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।’

কেনিয়া সীমান্ত সংলগ্ন এ জেলাটিতে নিয়মিত ভূমিধসের ঘটনা ঘটে। ২০১০ এবং ২০১২ সালে দুটি ভয়াবহ ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১০০ জন মানুষ নিহত হন। এছাড়াও ব্যাপক ওই ভূমিধসের কারণে জেলাটির তিনটি গ্রাম বিলীন হয়ে যায়।

সূত্র: আল-জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ