মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


ভারতের উত্তরপ্রদেশে ইঁদুর খেয়ে দিন কাটাচ্ছেন অসংখ্য জনগণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে  বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মৃত্যু নিশ্চিত জেনেও ইঁদুর খেয়ে দিন কাটাচ্ছেন অসংখ্য জনগণ। শুধু নিজেরাই নন, তাদের সন্তানদের মুখেও সেই বিষ তুলে দিচ্ছেন অকপটে। খবর টাইমস অব ইন্ডিয়া-এর।

মূলত পেটের জালা মেটাতে প্রতিদিন অল্প অল্প করে এই বিষপান করছেন প্রদেশটির পূর্বাঞ্চল জেলার বাসিন্দারা। দরিদ্রতা আর অনাহারে এখন দিনের পর দিন কাতরে কাতরে মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে ছেলে-বুড়োসহ আরও অনেককে।

কাজের খাতায় ১০০ দিনের নাম থাকলেও কাজ পাচ্ছেন না এখানকার অনেক বাসিন্দাই। ক্ষুধার জালা মেটাতে তাই ইঁদুরই একমাত্র ভরসা।

আর তাই প্রদেশটির প্রত্যন্ত সব এলাকায় একে একে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত এক পরিবারেই চার শিশুর মৃত্যু হয়েছে। দরিদ্রতা আর অনাহারে আরও শিশুর মৃত্যু হচ্ছে। এরা বোধহয় শুনতে পাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালো দিনের প্রতিশ্রুতি।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরো পড়ুন-
সম্ভাবনার স্বীকৃতি বনাম শঙ্কার ভবিষ্যৎ
আল্লামা শফিকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট; শালিসে ক্ষমা প্রার্থনা
‘মুফতি ইজহার হেফাজতের কেউ নন, তার দাবি পাগলের প্রলাপ’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ