শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


বাংলাদেশে চালু হচ্ছে ইউটিউব অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী মাস থেকেই বাংলাদেশে অফিস চালু করতে যাচ্ছে ইউটিউব। ভিডিও শেয়ারিংয়ের সবচেয়ে জনপ্রিয় পোর্টালটির একটি প্রতিনিধি টিম এ লক্ষ্যে বাংলাদেশে আসছে।

জানা যায়, আগামী সপ্তাহে ইউটিউবের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। এ দলে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা থাকবেন, যারা বাংলাদেশ সফরকালে সরকারের একাধিক মন্ত্রীসহ সংশ্লিষ্ট একাধিক পক্ষের সঙ্গে কথা বলবে।

জানা গেছে, ইউটিউবে বাংলাদেশিদের একটিভিটি দেখেই উদ্বুদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি। আর এ কারণে শিগগির তারা অফিস করার উদ্যোগ নিয়েছে।

ইউটিউব ব্যবহারের দিক থেকে দক্ষিণ এশিয়ায় ভারতের পরেই বাংলাদেশ অবস্থান।

এ ব্যাপারে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার মিডিয়াকে বলেন, আশা করছি খুব শিগগির বাংলাদেশে ইউটিউবের অফিস চালু হবে। ইউটিউব মনে করছে, বাংলাদেশ তার জন্য নতুন বিজনেস হাব হবে।

সাম্প্রতিক সময়ে অনেকগুলো ভিডিও কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করায় ইউটিউব কর্মকর্তাদের নজরে এসেছে বলে জানা যায়।

এছাড়াও বাংলাদেশের অনেক চ্যানেল গোল্ডেন প্লে বাটন পেয়েছেন। ১০ লক্ষ সাবস্ক্রাইব হলে ইউটিউব কর্তৃপক্ষ যেটি দিয়ে থাকে।

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ