শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৯ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুরে বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় যে ফলগুলো খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই 

ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ সালতানাত ওমান কেন্দ্রীয় কমিটির কাউন্সিল গত ২৩শে আগষ্ট মাস্কাটস্থ মাতরাহ সিটির স্থানীয় এক মসজিদে সম্পন্ন হয়েছে।

কাউন্সিলে ওমান কেন্দ্রীয় দায়িত্বশীল সহ সবকটি জেলা কমিটির সভাপতি, সেক্রেটারী এবং সাংগঠনিক সম্পাদকগণ ডেলিগেট (ভোটার) হিসেবে উপস্থিত ছিলেন।

বিগত সেশনের কার্যক্রম এবং হিসাব নিকাশ নিয়ে সেক্রেটারী জেনারেল মাওলানা মীর আহমদ মিরুর বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে শুরু হয় কমিটি গঠন প্রক্রিয়া।

মাওলানা সাবের আহমদ সভাপতি এবং মিজানুর রহমান সেক্রেটারী জেনারেল নির্বাচিত হয়েছেন।

বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা পূর্বক মজলিশে শূরার সভাপতি, ওমানের বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইউসুফ মোল্লাকে কাউন্সিল অধিবেশনের সভাপিত এবং আমিরে ফয়সল করে আগত ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

উপস্থিত বিপুল সংখ্যক দায়িত্বশীলদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে সাবেক সভাপতি মাওলানা সাবের অাহমদ পুনরায় সভাপতি, সাবেক যুগ্ম সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান সেক্রেটারী জেনারেল, সাবেক সেক্রেটারী মাওলানা মীর আহমদ মিরু সিনিয়র সহ সভাপতি এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবাইদুল করিম সাংগঠনিক সম্পাদক, মাওলানা মীর হোসেন সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।

এছাড়াও মাওলানা ইরফানুল হক চৌধুরী, হাজী ইউসুফ মোল্লা, মাওলানা আব্দুল হক, হাফেজ আব্দুল্লাহ সহসভাপতি এবং আলহাজ্ব শেখ মুহাম্মদ সেলিম উদ্দিন যুগ্ম সেক্রেটারী, মাওলানা সাইফুল ইসলাম এবং মাওলানা ইব্রাহিম সহসেক্রেটারী নির্বাচিত করে ভোটাররা।

পরবর্তীতে সময় সংকুলান না হওয়ায় আগামী ২৮ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নবনির্বাচিত দায়ীত্বশীলদের জিম্মাদারি দিয়ে কাউন্সিল সমাপ্তি ঘোষণা করা হয়।

কাউন্সিল পরবর্তী ঈদ পূনর্মিলনী সম্মেলন নবনির্বাচিত সভাপতি মাওলানা সাবের আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, হাজী ইউসুফ মোল্লা, সাংবাদিক মাওলানা আজগর সালেহী, মাওলানা মীর আহমদ মিরু, মাওলানা ওবাইদুল করিম প্রমূখ।

সবশেষে ইসলাম, দেশ, জাতী ও বিশ্বমুসলিমের কল্যাণ কমনা করে মোনাজাত এবং নৈশভোজের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি করা হয়।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ