বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


ইরানের মোকাবেলায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের গোপন চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইরানকে মোকাবেলার জন্য ইহুদিবাদি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি গোপন চুক্তি হয়েছে।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে গত ১২ ডিসেম্বর হোয়াইট হাউজে এ চুক্তি হয় বলে গতকাল (বৃহস্পতিবার) ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে।

১২ ডিসেম্বরের রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার ও ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেইর-বেন শাব্বাত।

মধ্যপ্রাচ্য অঞ্চলে কয়েকটি ফ্রন্টে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য টিম গঠনের বিষয়ে দু পক্ষ সমঝোতায় পৌঁছায়।

বৈঠকে দু পক্ষ একটি চুক্তি সই করে যা মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অক্টোবরের বক্তৃতার প্রতিফলন। অক্টোবরের ওই বক্তৃতায় ট্রাম্প বলেছিলেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা ইরান মেনে চলছে বলে তিনি আর স্বীকৃতি দেবেন না।

সূত্র: ইসরায়েলি পোস্ট

সারাদেশে পালিত হচ্ছে ট্রাফিক সপ্তাহ


সম্পর্কিত খবর