মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


২ মেয়েকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রামপুরা থানাধীন আনন্দনগরের একটি বাসায় দুই মেয়েকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন সুলতানা আক্তার নামে এক গৃহিনী।

অচেতন অবস্থায় ওই গৃহবধূ ও তার দুই মেয়ে রিপা ও সাফাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয় সোমবার সকাল সাড়ে ১১টায়।

সুলতানা আক্তারের স্বামী জয়নাল আবেদিন জানান, তারা রামপুরা আনন্দনগরে ভাড়া থাকেন। তিনি একটি হজ এজেন্সিতে কাজ করেন।

রোববার রাত ৮টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে তিনি রাতে ডিউটিতে চলে যান।

সোমবার সকাল ৯টায় বাসায় এসে মা-মেয়েসহ তিনজনকে অচেতন অবস্থায় পান জয়নাল আবেদীন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

তিনি বলেন, আমার ধারণা দুই মেয়েকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করেন আমার স্ত্রী। ঢামেক হাসপাতালে তিনজনেরই পাকস্থলী ওয়াস করা হয়েছে।

পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ধানমণ্ডির একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান তাদের স্বজনরা।

বড়পুকুরিয়ায় ২০০ কোটি টাকার কয়লা গায়েব: দুদক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ