সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাইয়িদ মুহাম্মাদ আকিল মাযাহেরি আর নেই আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার : প্রধান উপদেষ্টা বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই শান্তি প্রতিষ্ঠা হবে: নূরুল ইসলাম বুলবুল প্রস্তুতি সম্পন্ন, রাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট ফ্রান্সে মসজিদে ঢুকে মুসল্লিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা ভারতীয় মুসলিমদের পাকিস্তানিদের সঙ্গে তুলনা উচিত নয়: বিজেপি বিধায়ক মুফতী ফয়জুল করীমের মেয়রের চেয়ারে বসা আটকে আছে কোথায়? মোদি ইসরায়েলের পক্ষে, ইসলাম-মুসলমানের শত্রু: মাওলানা ফজলুর রহমান কিশোরগঞ্জে হাওরে ইসলামী আন্দোলনের শরবত বিতরণ

ওসমানী মেডিক্যালে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ, ইন্টার্ন চিকিৎসক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ। রোববার (১৫ জুলাই) মধ্যরাতের এ ঘটনায় সোমবার (১৬ জুলাই) দুপুরে অভিযুক্ত চিকিৎসক মাক্কাম আহমদ মাহিকে আটক করা হয়।

পুলিশ জানায়, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের তৃতীয় তলার ৮ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর বেডে ভর্তি ছিলেন ওই স্কুলছাত্রীর নানি। রোববার রাতে ওই স্কুলছাত্রী ছাড়া আর কেউ রোগীর সঙ্গে ছিলেন না। রাতে ফাইল দেখার কথা বলে ইন্টার্ন চিকিৎসক মাহি ওই মেয়েটিকে একই ফ্লোরে নিজ কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ছেড়ে দেয়।

সকালে মা-বাবা হাসপাতালে এলে তাদেরকে ধর্ষণের ঘটনাটি জানায় ওই তরুণী। সোমবার সকালে ওসমানী মেডিকেলের পরিচালকের কাছে ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়।

অভিযোগ পাওয়ার পর অন্যান্য চিকিৎসক, পুলিশ ও স্কুলছাত্রীর স্বজনদের নিয়ে বৈঠক করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এ কে এম মাহবুবুল হক। বৈঠকের পর ওসমানী হাসপাতাল ফাঁড়ির পুলিশ অভিযুক্ত চিকিৎসক মাহিকে কোতোয়ালি থানায় নিয়ে যায়।

কোতোয়ালি থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গোলাম কাউসার দস্তগীর জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, মাক্কাম আহমদ মাহিকে আটক করা হয়েছে। বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। বাবার নাম মোখলেসুর রহমান। তিনি ওসমানী মেডিক্যালের নাক, কান ও গলা বিভাগের ইন্টার্ন চিকিৎসক।

আরও পড়ুন : কোটা নিয়ে স্ট্যাটাস; জাবির ছাত্রীকে ধর্ষণের হুমকি ছাত্রলীগের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ