সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাইয়িদ মুহাম্মাদ আকিল মাযাহেরি আর নেই আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার : প্রধান উপদেষ্টা বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই শান্তি প্রতিষ্ঠা হবে: নূরুল ইসলাম বুলবুল প্রস্তুতি সম্পন্ন, রাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট ফ্রান্সে মসজিদে ঢুকে মুসল্লিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা ভারতীয় মুসলিমদের পাকিস্তানিদের সঙ্গে তুলনা উচিত নয়: বিজেপি বিধায়ক মুফতী ফয়জুল করীমের মেয়রের চেয়ারে বসা আটকে আছে কোথায়? মোদি ইসরায়েলের পক্ষে, ইসলাম-মুসলমানের শত্রু: মাওলানা ফজলুর রহমান কিশোরগঞ্জে হাওরে ইসলামী আন্দোলনের শরবত বিতরণ

খুলনায় মসজিদে দুর্বৃত্তদের তালা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : খুলনায় একটি জামে মসজিদের প্রবেশদ্বারে দুর্বৃত্তরা তালা ঝুলিয়ে দিয়েছে।শনিবার জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের বামুন্দিয়া পূর্ব বায়তুল আমান জামে মসজিদে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মসজিদ পরিচালনা কমিটির সঙ্গে দ্বন্দ্বকে কেন্দ্র করে শনিবার বিকেল সোয়া ৩টার দিকে ওই মসজিদে তালা ঝুলিয়ে দেয় দুর্বৃত্তরা। বিকেল পৌনে ৪টার দিকে পুলিশের উপস্থিতিতে তালা ভেঙে মসজিদে প্রবেশ করেন মসজিদ কমিটির সদস্যরা।

জানা যায়, বামুন্দিয়া গ্রামের ফখরুল হোসেনের বাবা আবুল কাশেম গোলদার মসজিদে ইমামতি করতেন। কিন্তু নতুন কমিটি আসার পর মসজিদের ইমাম পরিবর্তন করা হয়। এ ঘটনায় ফখরুল ক্ষুব্ধ হয়ে ১৫-১৬টি মোটরসাইকেল নিয়ে মসজিদে তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় সবার মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মসজিদ কমিটি নিয়ে স্থানীয়দের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এর প্রেক্ষিতে এক পক্ষ মসজিদে তালা ঝুলিয়ে দেয়। বিকেল সোয়া ৩টার দিকে তালা দেয়া হয়েছিল। বিকেল পৌনে ৪টার দিকে বর্তমান কমিটির নেতৃত্বে তালা খোলা হয়েছে।

আরও পড়ুন : বাবরি মসজিদ নিয়ে শিয়াদের চাঞ্চল্যকর বক্তব্য!
মসজিদকে মাদরাসার ছাত্রাবাস হিসেবে ব্যবহার করা যাবে কি?
গির্জা থেকে দামেস্কের গ্রেট মসজিদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ