বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


জাতীয় কাউন্সিল সফলের লক্ষ্যে সিলেটে জমিয়তের সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর জাতীয় কাউন্সিল আগামী ১৪ জুলাই শনিবার ঢাকায় অনুষ্ঠিত হবে।

জাতীয় কাউন্সিল সফলের লক্ষ্যে দেশব্যাপী সাংগঠনিক সফর অংশ হিসেবে গতকাল ৪ জুলাই বুধবার বিকেলে নগরীর ধোপাদিঘির পূর্বপারস্থ আল-ফালাহ টাওয়ারে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সিলেট জেলা ও মহানগর জমিয়ত নেতৃবৃন্দের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শায়খ আব্দুস শহীদ গলমুকাপনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে ইসলামী ও ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও সম্পূর্ণ স্বৈরাচারী ও ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করেন, দেশের মানুষের মৌলিক অধিকার বলতে কিছুই নেই।

অর্থনৈতিক ভাবে দেশকে পঙ্গু করে দেয়া হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীরা তাদের ন্যায্য কোটা ব্যবস্থা তো একবারে বাতিল করতে বলেনি, তারা শুধু বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কার চেয়েছে।

লাখ লাখ উচ্চ শিক্ষিত তরুণ শিক্ষার্থীদের সম্পূর্ণ যুক্তিক ও ন্যায্য দাবীটুকু সরকার মানছে না। সরকার অন্যায় ভাবে ছাত্র-ছাত্রীদের নির্যাতন ও গ্রেফতার করা হচ্ছে। এমনকি ঢাকায় ছাত্রলীগের ক্যাডার বাহিনী একজন তরুণ আলেম, মুফতীর উপর হিংস্র পশুর ন্যায় ঝাপিয়ে পড়ে তাকে গুরুতর রক্তাত জখম করেছে। যা অত্যান্ত দুঃখজনক।

তিনি অবিলম্বে শিক্ষার্থীদের দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। মাওলানা জয়নাল আবেদীন আরো বলেন, আগামী ১৪ জুলাই জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফলে সকল কাউন্সিলর ও ডেলিগেটবৃন্দকে উপস্থিত থেকে কাউন্সিল সফল করার আহবান জানান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা খায়রুল হোসেন।

জেলার সহ সভাপতি মাওলানা মুশাহিদ আলী, মাওলানা আসরারুল হক, মাওলানা আব্দুল মতিন নাদিয়া, মাওলানা শামসুল ইসলাম, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ ফখরুযযামান, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর আহমদ কাসেমী, মহানগর যুগ্ম সম্পাদক মাওলানা কারী সিরাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম।

সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালিম কাসেমী, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, যুব বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন।

জৈন্তাপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ, বিয়ানীবাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ আব্দুল খালিক কাসেমী, ফেঞ্চুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল আলম।

দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন, বালাগঞ্জ উপজেলা যুগ্ম আহবায়ক মাওলানা আব্দুন নূর মোস্তফা, কোম্পানীগঞ্জ উত্তর সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ওসমানী নগর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসাইন, মাওলানা কাজী আমিন উদ্দিন, মাওলানা তাজ উদ্দিন, যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা আখতারুজ্জামান।

যুবনেতা মাওলানা ফয়সর আহমদ, মাওলানা রায়হান উদ্দিন, শামীম আহমদ, শিহাব উদ্দিন খান, যুব নেতা আব্দুল কুদ্দুস, মাওলানা সৈয়দ রশিদ আহমদ, হাফিজ সৈয়দ সুহাইল আহমদ, মাওলানা আমিনুর রশীদ, হাফিজ ফয়েজ উদ্দিন প্রমুখ

দাওরায়ে হাদিসের (মাস্টার্স) ফলাফল প্রকাশ আজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ