সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা ‘পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতার জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’

সিসিক নির্বাচন : শিক্ষায় এগিয়ে ডা. মোয়াজ্জেম হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৯ মেয়র প্রার্থীর দাখিল করা হলফনামা থেকে জানা যায়, প্রার্থীদের মধ্যে শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে  ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন খান। তার শিক্ষাগত যোগ্যতায় সবার ওপরে।

সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয়প্রধান, নগরীর মজুমদারপাড়ার বাসিন্দা মোয়াজ্জেম পাস করেছেন এমবিবিএস ও ডিএফএম। তার বার্ষিক আয় ১১ লাখ ২০ হাজার ৬২৪ টাকা।

অন্যদিকে,  ৯ মেয়র প্রার্থীর মধ্যে সম্পদ বেশি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ বদর উদ্দিন আহমদ কামরানের। কামরানের সম্পদ রয়েছে প্রায় ৭ কোটি টাকার।

তার বার্ষিক মোট আয় ২৪ লাখ ৯১ হাজার ৪০৩ টাকা। নগরীর ছড়ারপাড়ের বাসিন্দা পেশায় 'বালু-পাথর সরবরাহকারী ও কমিশন এজেন্ট' কামরানের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। তার মোট ৭ কোটি ৪২ লাখ ৯৪ হাজার ৮০২ টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে অস্থাবর ৩ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ৪১২ টাকা এবং স্থাবর ৩ কোটি ৪৫ লাখ ১ হাজার ৩৯০ টাকা।

এ ছাড়া সম্পদে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ও শিক্ষাগত যোগ্যতায় বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম এর পরের স্থানে রয়েছেন। সর্বোচ্চ ৩৪ মামলা রয়েছে জামায়াত নেতা জুবায়েরের বিরুদ্ধে। পেশা নেই সিপিবি-বাসদ প্রার্থী আবু জাফরের।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান সমকালকে বলেন, প্রার্থীরা হলফনামায় যেসব তথ্য দিয়েছেন, তা প্রকাশ করা হবে। কেউ মিথ্যা তথ্য দিলে বা তথ্য গোপন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ