শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৯ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুরে বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় যে ফলগুলো খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই 

মদিনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী আরিফুল্লাহর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন করা চট্টগ্রামের তরুণ মেধাবী আলেমে দ্বীন মাওলানা আরিফুল্লাহ বশির গতকাল শুক্রবার, সকালের দিকে ইন্তেকাল করেছেন।

রাসুল সা. এর পবিত্র শহর আল-মদিনা আল-মুনাওয়ারাতে একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহান রবের ডাকে সাড়া দিয়ে চির বিদায় নেন তিনি! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

ফেরকায়ে আহলে কুরআন (তথা হাদীছ অস্বীকারকারী) নামক ভ্রান্ত একটি দলের বিরুদ্ধে ইলমি বহছ ও মুনাজারা করতে গিয়ে তিনি গত কয়েকমাস পূর্বে মানসিকভাবে অসুস্থ হয়ে পরেন।
পরবর্তিকালে সুস্থ হয়ে উঠলেও রমজানের শেষের দিকে মক্কাতুল মুকাররমাতে উমরার সফরে থাকাকালীন পুনরায় মানসিক ডিপ্রেশনে অসুস্থ হয়ে পরেন।

পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং গতকাল ২২ জুন শুক্রবার সকালে তিনি ইন্তেকাল করেন।

মরহুমের নামাজের জানাজা আজ শনিবার আসরের নামাজের পর মসজিদে নববীতে অনুষ্ঠিত হয় এবং মাক্ববারায়ে বাক্বীতে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে ১জন স্ত্রী ও চারটি কন্যা সন্তান রেখে যান। তার মৃত্যু সংবাদে মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পরিচিতজন ও আত্মীয়-স্বজন এবং তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মাদানী ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে তার জন্য মাগফেরাত কামনা করে দোআ করা হয়। আল্লাহ মরহুমের শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্যধারণ করার তৌফিক দান করুক এবং কুরআনের এই মহান সৈনিককে শহীদি মর্যাদা দান করুক। আমিন!

উল্লেখ্য; তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের সংগঠন ‘মাদানী ছাত্র কল্যাণ পরিষদের’ একজন একনিষ্ঠ কর্মী এবং স্থায়ী পরিষদ ও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

পবিত্র কুরআন কীভাবে ছাপা হয়? (ভিডিও)

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ