বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ৮ দিনে গ্রেফতার ৩৫৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ৮ দিনে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় সর্বমোট ৩৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময় বিপুল সংখ্যক মাদক উদ্ধার করা হয়েছে।

জেলার ১৩ উপজেলায় গত ১৮ মে থেকে একযোগে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান। গত ২৪ ঘণ্টাতেই বিভিন্ন থানায় মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার করা হয়েছে ৪৭ জনকে। কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল ও জেলা কালেক্টরেট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে পুলিশ ও র্যাবের মাদকবিরোধী বিশেষ অভিযানে এ সময়ের মধ্যে ৫৫ আসামিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ এসব অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে বলে মনে করছেন জেলাবাসী। আগের থেকে অপরাধ কমেছে। বিশেষ করে মাদকসেবি ও মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত ২৪ মে জেলার কুলিয়ারচরে ৬ মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদের নেতৃত্বে র্যাব ও পুলিশের বিশেষ অভিযানে গত এক সপ্তাহে অন্তত ৫৫ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। গত ২৪ মে একদিনেই ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ মিডিয়াকে জানান, ‘মাদকসহ হাতেনাতে আটকরা স্বীকরোক্তি ও অপরাধ স্বীকার করায় তাদের ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়েছে।’

জানা গেছে, গত ১৮ মে জেলা সদরসহ ১৩ উপজেলায় একযোগে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়। প্রথম দিনে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩৯ জনকে গ্রেফতার করা হয়। পরদিন গ্রেফতার হন আরও ৪৪ জন। এভাবে ২০ মে ৫২ জন, ২১ মে ৩৫ জন জন, ২২ মে ৪৩ জন, ২৩ মে ৫২ জন, ২৪ মে ৪৮ জন ও ২৫ মে ৪৭ জনকে আটক করে পুলিশ। থানা ও জেলা ডিবি পুলিশ এসব অভিযানে অংশ নিচ্ছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, সারা দেশে মাদকবিরোধী অভিযান চলছে। কিশোরগঞ্জও এর বাইরে নয়। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। মাদকসেবি বা মাদক ব্যবসায়ীরা যত শক্তিশালীই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।’

আরো পড়ুন- রোজাদারের বিশেষ একটি দোয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ