শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


‘ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ছাড়া শান্তি আসবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনে মুসলিম গণহত্যা ও জেরুজালেমে দূতাবাস স্থাপনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার (১৭ মে) বাদ জুম’আ রাজধানীর বাইতুল মুকাররম উত্তর গেটে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি পল্টন মোড় ঘুরে দৈনিক বাংলা ক্রীড়া পরিষদের সামনে এসে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

ইসলামী আন্দোলনের মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ফিলিস্তিনে হত্যা ও দূতাবাস স্থাপনের জনক হচ্ছে যুক্তরাষ্ট্র্রের ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা এবং যুক্তরাজ্য যৌথভাবে জারজরাষ্ট্র ইসরাইলকে প্রতিষ্ঠিত করেছে।

তারা বলেন, বিশ্বে অশান্তি সৃষ্টির মূল হোতা আমেরিকাকে একঘরে করে বয়কট, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, পণ্য বর্জন করতে হবে।

তারা বলেন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘ ব্যর্থ হয়েছে। তাই মুসলিম বিশ্বকে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, নতুবা শান্তি আসবে না।

নেতৃবৃন্দ ইসরাইলের সাথে সৌদি যুবরাজ সালমানের বিশেষ সম্পর্কেল তীব্র সমালোচনা করেন। নেতৃবৃন্দ এ বিষয়ে সরকারের ভূমিকার প্রশংসা করে আরো কঠোর ভূমিকা নেয়ার আহ্বান জানিয়ে বলেন, এ ক্ষেত্রে দেশবাসী আপনাদের সাথে থাকবে।

ফিলিস্তিনে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন।

অন্যান্য নেতৃবৃন্দ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, নগর সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, আনোয়ার হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা আরিফুল ইসলাম, ছাত্রনেতা এমদাদুল্লাহ ফাহাদ, মাওলানা এইচ এম সাইফুল ইসলাম, শেখ নুরউন নাবী, যুবনেতা নুরুল ইসলাম নাইম, ছাত্রনেতা আল-আমিন সিদ্দিকী, সিরাজুল ইসলাম প্রমুখ। ্উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, যুবনেতা মাওলানা নেছার উদ্দিনসহ অন্যান্য নেতৃবন্দ।

বিশেস অতিথির বক্তব্যে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, বিশ্বে অশান্তির মূল হোতা আমেরিকা। আমেরিকা বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। দেশে দেশে মুসলিম নিধন করছে। ফিলিস্তিনে গায়ে পড়ে ঝগড়া সৃষ্টি করছে। জেরুজালেমে দূতাবাস স্থাপন করে মুসলিম উম্মাহর হৃদয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। কাজেই ইসরাইলকে বিশ্বমানচিত্র থেকে মুছে দিতে না পারলে অশান্তি দূর হবে না।

সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, জারজ রাষ্ট্র ইসরাইলকে মদদ দিয়ে ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী বিশ্বব্যাপী অশান্তির দাবানল জ্বালিয়ে রেখেছে। ফিলিস্তিনে গণহত্যা তাদের ইন্ধনেই করা হচ্ছে। বাইতুল মুকাদ্দাস রক্ষায় বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধভাবে জিহাদের ডাক দিতে হবে।

ফিলিস্তিনিদের উপর নির্যাতনে বিশ্বজুড়ে প্রতিবাদ (ছবিসহ)

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ