শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার খেলাফত আন্দোলনের নতুন আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী পটিয়ার সাবেক সিনিয়র দুই উস্তাদের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক

‘নিছক নামাজ-রোজা নয় আল্লাহর পুরো বিধান আদায়ের নাম ইবাদত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ:  ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে নিছক নামাজ, রোজা হজ-জাকাত আদায় করার জন্য সৃষ্টি করেন নাই বরং ইবাদতের জন্য সৃষ্টি করেছেন।

জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ যেভাবে বিধানাবলী দিয়েছেন সেভাবে সব কাজ সম্পন্ন করার নামই ইবাদাত।

আর তাই নামাজ, রোজা ইত্যাদি যখনি আল্লাহর বিধান ও রাসুল সা. এর তরিকা অনুযায়ী হবে তখন তা ইবাদত হিসাবে গণ্য হবে অন্যথা এসবের কোনো মূল্য নাই।

বাংলাদেশ মুজাহিদ কমিটি হাটহাজারী উপজেলার ব্যবস্থাপনায় হাটহাজারীর মির্জাপুর বুড়িপুকুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত মাহফিলের প্রধান অতিথি হিসেবে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

প্রচণ্ড শিলাবৃষ্টি, বাতাস আর প্রতিকুল আবহাওয়ার মধ্যেও মাহফিলে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মানুষ।

চরমোনাই পীর আরো বলেন, কবরের তিনটি প্রশ্নের মধ্যে একবারও জিজ্ঞেস করা হবে না তুমি চরমোনাই'র মুরিদ নাকি অন্য কোন দলের মানুষ। কবরে দলাদলি চলবে না। প্রত্যেককে নিজের আমল দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাই কোন পীরের ক্ষমতা নেই তার মুরিদকে জান্নাতে নিয়ে যাওয়ার।

হক্কানি পীরদের কাজ রাসুল সা. এর নির্দেশত পথ মানুষদের দেখিয়ে দেয়া। তাদের কাজ ওই অনুযায়ী আমল করা ও গন্তব্যে পৌছানোর মালিক আল্লাহ।

মাহফিলে অন্যান্যদের মাঝে বয়ান পেশ করেন নানুপুর জামিয়া ওবায়দিয়ার মুহাদ্দিস মুফতি কুতুব উদ্দীন, জামিয়া নাজিরহাট বড় মাদরসার সহকারী পরিচালক মুফতি হাবিবুর রহমান কাসেমী, মুফতি শিহাব উদ্দীন, মাওলানা মিজানুর রহমান নোমানী প্রমুখ।

উল্লেখ্য, প্রশাসনিক অনুমতির ভিত্তিতে গতকালের মাহফিলটি হওয়ার কথা ছিলো উপজেলার সরকারহাট বাজারস্থ গণি কনিউনিটি সেন্টারে। কিন্তু একই দিনে বেরেলভীপন্থিদের পাল্টা আরেক মাহফিলের আহবান করায় সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কায় প্রশাসন উভয়পক্ষকে আলাদা আলাদা স্থানে মাহফিল আয়োজন করার স্থান নির্ধারণ করে দেয়।

ইসরাইল কি ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াতে চায়? আল জাজিরার বিশ্লেষণ

-আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ